14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুজোর দিন নির্বাচনের তারিখ হওয়ায় দুঃখ প্রকাশ ব্যারিস্টার তাপসের

Brinda Chowdhury
January 15, 2020 6:55 pm
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পুজোর দিন নির্বাচনের ক্ষণ নির্ধারিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ডেমরা সড়কে নির্বাচনী পথ মিছিলে তিনি এই মন্তব্য করেন।

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ রাজপথে নেমে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মনোনীত প্রার্থী ফজলে নূর তাপস।

ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণা চালানোর সময় মানুষের ভিড়ে বন্ধ হয়ে যায় রাস্তা।  এ প্রসঙ্গে তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। তবে তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। পাঁচটি বিশেষ মডেল নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি উন্নয়নে তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

http://www.anandalokfoundation.com/