14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

Brinda Chowdhury
January 14, 2020 9:28 pm
Link Copied!

            আজ হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (‘বেবিচ’ কর্তৃপক্ষ) ও  Aviation Dhaka Consortium (ADC) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ‘বেবিচ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এবং এডিসি’র পক্ষে মিতসুবিসি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুনোরি সাকামোতো স্বাক্ষর করেন।

            চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরাতা-সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ‘বেবিচ’ কর্তৃপক্ষ, দাতা সংস্থা জাইকা, উপদেষ্টা প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই এবং ঠিকাদার প্রতিষ্ঠান এডিসি‘র সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

            উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। প্রকল্পটির কাজ সমাপ্ত হলে এ বিমানবন্দর দিয়ে যাত্রী চলাচলে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।

http://www.anandalokfoundation.com/