14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শতোর্ধ বয়স্ক মাকে শীতের রাতে স্টেশনে ফেলে গেলো ছেলে

Brinda Chowdhury
January 14, 2020 12:51 pm
Link Copied!

শতোর্ধ বয়সের বৃদ্ধ মাকে ফেলে রেখে চলে গেলো ছেলে। শীতের রাতে কঙ্কালসার শরীর নিয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে পড়েছিলেন শতাধিক বছরের বৃ্দ্ধা৷

সম্প্রতি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এঘটনা ঘটে। স্থানীয় মানুষজনই শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করেন৷

বয়স একশো পেরিয়েছে৷ চলা ফেরা করার মতো ক্ষমতা নেই৷ এই বয়সে কোনও মানুষের পরিবারের সাহায্যই সবচেয়ে বেশি প্রয়োজন৷ মাঝেমধ্যে মুখ নেড়ে কিছু একটা বলার চেষ্টা করেন। এমন অসহায় বৃদ্ধার কপালেই জুটল কুলাঙ্গার ছেলে৷

এক প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, একটি ভ্যানে করে ওই বৃদ্ধাকে নিয়ে এসে স্টেশনে ফেলে যান একজন মহিলা ও একজন পুরুষ। তিনি তখন স্টেশনেই উপস্থিত ছিলেন। বৃদ্ধাকে ফেলে রেখে চলে যাওয়ার সময় তাদের ডেকেওছিলেন। কিন্তু কোনও সাড়া না দিয়ে চলে যায় ছেলে ও বৌমা। এর পরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরে পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় এখন কিছুটা সাড়া দিলেও প্রচণ্ড অসুস্থ তিনি ৷

http://www.anandalokfoundation.com/