ফের অশান্ত হয়ে উঠলো মধ্যপ্রাচ্য। এই মুহূর্তে সমগ্র বিশ্ব বিশেষ করে এশিয়া মহাদেশ যেন দাঁড়িয়ে রয়েছে বারুদের স্তুপের ওপরে। হামলা, পালটা হামলায় ছড়াচ্ছে সংঘর্ষের আশঙ্কা। এরই মাঝে ইরাকের যুদ্ধ বিমান ঘাঁটিতে রকেট হামলা করেছে মার্কিন সৈন্যরা।
আজ ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলা করা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, মার্কিন বাহিনীর তরফে ছোঁড়া হয়েছিল ওই মর্টারগুলি। যার ফলে কমপক্ষে ৪ জন সেনা আহত হয়েছেন। বেসের ভিতরে রানওয়ের ওপর ওই মর্টার হামলা চালানো হয়। যদিও বড় কোনও ক্ষতি হয়নি।
ইরানি জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। দুই তরফেই একাধিকবার পরস্পরের তরফে অভিযোগ করেছে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে ঘুরছে, ইরানের সঙ্গে রাশিয়ার বোঝাপড়া ভালো থাকায় ট্রাম্প নরম অবস্থান নিয়েছেন।কারণ নইলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই যায়। আর তা যে সমগ্র বিশ্ববাসীকে বিপদের মধ্যে ঠেলে ফেলে দেবে তা আর না বোঝার কি।