14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে পাকিস্তান বানাতে জিয়াউর রহমান একটুও কার্পণ্য করেনি-মতিয়া চৌধুরী

Ovi Pandey
January 11, 2020 10:52 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী  বলেন ৭৫ এর পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান এমন ভাবে বিএনপির গঠন করেছিল যেন তা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে একটুও কার্পণ্য করেনি বলে মন্তব্য করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অনেক চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার। কিন্তু সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে প্রধামন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে খাদ থেকে হিমালয়ের চুড়ায় পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই না উন্নয়নের মহাসড়কে চলবে।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/