14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে চিরতরের জন্য বিতাড়িত করা হবে -এমপি বাবু

Brinda Chowdhury
January 7, 2020 7:54 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): ১৯৭২ সালের ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার চুড়ান্ত বিজয় অর্জিত হয়। বলেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ।

বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করেন নি। তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং সুখী-সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন। নির্বাচনী এলাকা পাইকগাছা থেকেই তিনি যার শুভ সূচনা করেছিলেন। যদিও পরবর্তীতে ঘাতকরা নির্মম বুলেটের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। স্বাধীনতা বিরোধী শক্তি সেদিন বঙ্গবন্ধুকে স্ব-পরিবার হত্যা করার মাধ্যমে দেশকে মৌলবাদী ও তাবেদারী রাষ্ট্র পরিণত করেছিল। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। যার সুফল দেশের প্রতিটি মানুষ পাচ্ছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কৃষকলীগ সহ প্রতিটি অঙ্গ সংগঠনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য দলকে তৃণমূল থেকে ঢেলে সাজানোর মাধ্যমে একটি শক্তিশালী প্লাট ফর্ম করতে হবে। এমপি বাবু আরো বলেন, নির্বাচনী এলাকার মাটি বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের জন্য পবিত্র ও সমৃদ্ধ। সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে অত্র এলাকা থেকে জামায়াত- বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে চিরতরের জন্য বিতাড়িত করা হবে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রতিটি পরিবার হবে আওয়ামী পরিবার। তিনি রাজনীতির ব্যক্তিগত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করেছি। দলের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি। জেল-জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছি। যার স্বীকৃতি স্মরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য করে সর্বোচ্চ পুরুষ্কৃত করেছেন। জীবনের অবশিষ্ট সময় দেশ, দল ও এলাকার মানুষের জন্য উৎসর্গ করতে চাই।

তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের কর্মীসভা, শপথ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাডঃ শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাবেক কৃষি, ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হালিমা রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাতেম আলী।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, পঞ্চানন সানা, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আব্দুর রাজ্জাক রাজু, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা কৃষকলীগের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/