আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জের ব্যবসায়ী পুত্র সাব্বির হোসেন তুহিন পিইসি (প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
সে ব্যবসায়ী আসাদুল ইসলাম ও মা হামিদা আক্তারের ছেলে। সাব্বির হোসেন তুহিন দুই ভাই-বোনের মধ্যে বড়। সাব্বির কালীগঞ্জ কোয়ালিটি (ইংলিশ মিডিয়াম) স্কুলের ছাত্র ।
তার রোল নং- ৩৫৬৪ । ৬০০ নাম্বারের মধ্যে সাব্বির পেয়েছে ৫৮৬ । সাব্বিরের পিতা আসাদুল ইসলাম কলেজ পাড়া (পশুহাসপাতাল পাড়ার) চানাচুর ব্যবসায়ী। কৃতিত্বপূর্ণ রেজাল্টের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের অবদান রয়েছে বলে সাব্বির জানায়।
সে ভবিষ্যতে পাইলট হতে চায়। সাব্বির কালীগঞ্জ কোয়ালিটি (ইংলিশ মিডিয়াম) স্কুল থেকে কয়েকবার স্কুল ফাস্ট হয়েছে বলে তার পিতা মাতা জানান। সাব্বির সকলের দোয়া প্রার্থী।