আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ সারাদেশের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার কাকডাকা ভোরে কালীগঞ্জ উপজেলার রামনগর কেবি মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উপজেলার বই বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। সাংবাদিক বেলাল হোসেন বিজয়, দি নিউজের প্রতিনিধি আরিফ মোল্ল্যা প্রমূখ।
বই উৎসবে প্রধান অতিথি ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই নতুন বই শিক্ষার্থীদে হাতে তুলে দিয়ে এক অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ধন-সম্পদ থাকলে তা কেউ কেড়ে নিতে পারবে বা হারিয়ে যেতে পারে কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যা কেউ কেড়ে নিতে পারবেনা বা হারিয়ে যাবেনা। আর তোমরা যদি মা-বাবার কথা শুনে ঠিকমত লেখাপড়া শিখে শুশিক্ষায় শিক্ষিত হতে পারো তাহলে আমার বন্ধু হবে ।
পরে সাংসদ আনোয়ারুল আজিম আনার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারাইল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়, ভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ শিশুএকাডেমি, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর মাধ্যমিক বিদ্যালয়, ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কুল্টিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়, অনুপমপুর দাখিল মাদ্রাসা, অনুপমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়, চাপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেথুলী মাধ্যমিক বিদ্যালয়, পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসা, গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়, তেঘুরীহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলা বাজার ইউনাইটেড হাইস্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
এছাড়াও উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে সুষ্ঠুভাবে বই তুলে দিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য জনপ্রতিনিধিরা সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন।