14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত

Biswajit Shil
December 12, 2019 9:22 pm
Link Copied!

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাফর আলী সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ঘোষনা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
কাউন্সিল সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সকল আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বক্তব্য রাখেন আগত অতিথিরা।
২য় অধিবেশনে শেখ রাসেল মিলনায়তনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব চাওয়া হলে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাব করা হয়। পরে কেন্দ্রীয় নেতারা রুদ্ধদ্ধার বৈঠকে আলোচনা করে সম্মেলন কক্ষে এসে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলীকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদ সদস্য হিসাবে ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মীর্জা আযম এমপি
http://www.anandalokfoundation.com/