আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার টিপু সুলতান, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।