রতি কান্ত রায় কুড়িগ্রাম প্রতিনিধি : ১০ডিসেম্বর মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানা গেছে, উপজেলার রাজারহাট ইউনিয়নের চাদামারী গ্রামের কৃষ্ণানন্দ রায়ের পুত্র অনুকুল চদ্র(৩২) ১০ডিসেম্বর মঙ্গলবার বিকালে বাড়ীতে বিদ্যুতের সুইচ লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: এনামুল হক নিশ্চিত করেছেন।