অযথা মাথা গলাচ্ছে পাকিস্তান। গোটা বিশ্বকে বার্তা দিল ভারত। জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠকের পর ভারত বলল, ‘কাশ্মীর আমাদের অন্তর্বর্তী বিষয়। বৈঠক শেষে একথাই বললেন জাতিসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন।
তিনি আরও উল্লেখ করেন যে, ভালোভাবে সরকার চালানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর্থিক উন্নতি হবে বলেও জানান তিনি।
যদিও চিন কড়া ভাষায় আক্রমণ করেছে ভারতকে। চিনের প্রতিনিধি বলেছে, ভারতে যা হচ্ছে তা ভয়ঙ্কর।
চিন ও পাকিস্তানের যৌথ চিঠি গিয়েছিল জাতিসংঘে৷ দুই দেশেরই দাবি কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে ভারতের ভূমিকা অনৈতিক৷ সেই বিষয়ে আলোচনা করুক জাতিসংঘ৷ দাবি মেনে ১৯৬৫ সালের পর এই প্রথম রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷
স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এই বৈঠক শুরু হয়৷ উল্লেখ্য, ১৯৬৪ সালে ১৬ই জানুয়ারি পাকিস্তানের অনুরোধে প্রথমবার কাশ্মীর নিয়ে আলোচনা হয়৷ তারপর এই আলোচনা হল শুক্রবার৷
জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস জানান, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ৷ সেক্ষেত্রে দু’পক্ষেরই বক্তব্য শোনা হয়৷
পাকিস্তানের বিদেশমন্ত্রী সাহ মেহমুদ কুরেশি জানিয়েছিলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার বিষয়ে ভারতের অবস্থান পাকিস্তানকে ক্ষুব্ধ করেছে। এই বিষয়ে তাই জাতিসংঘে দ্রুত আলোচনার ব্যবস্থা করা হোক। পোল্যাণ্ডের কাছেও একই মর্মে চিঠি পাঠায় ইসলামাবাদ।