বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলার যে ঘটনা ঘটেছিল, তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। গোপালগঞ্জসহ গির্জার ইতিহাস জানতে পেরে আমি খুবই আনন্দিত। বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জা পরিদর্শনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভা শেষ তিনি বোমা হামলায় (২০০১ সালের ৩ জুন) নিহত ১০ জনের কবরে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বালন করে শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এর আগে তিনি শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন।
এসময় তার সহধর্মীনি মিচেল এডিলমেন, গির্জার ফাদার ফরেজা রোম রিকো গোমেজ, ফাদার সঞ্জয় গোমেজ, ফাদার নাদারুচ গোমেজ, মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী, জলিরপাড় ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগীসহ বানিয়ারচর গির্জা ট্রাজেডিতে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।