14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিচার ব্যবস্থা ভেঙে পড়ায় ধর্ষণ বেড়েছে

Rai Kishori
July 12, 2019 5:02 pm
Link Copied!

দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ায় ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির ছাত্রসংগঠন ছাত্র মিশনের কাউন্সিলে যোগ দিয়ে এ কথা বলেন সেলিমা রহমান।

এ সময় ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, ‘আপনারা সব বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। যে কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, ধর্ষণ আজকে মহামারীতে পরিণত হয়েছে। কেন এটা হচ্ছে? কারণ, কোনো বিচার ব্যবস্থা নেই।’

এদিকে, ২৫ বছর আগে পাবনায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের ঘটনার মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেলিমা রহমান। এ ঘটনায় আদালতের রায়কে সমালোচনা করে তিনি বলেন, ‘পাবনার ঘটনায় যে রায়টা আজকে এসেছে, এই রায়টা কিন্তু সত্যিকারের একটা হাস্যকর রায় হয়েছে। কারণ, ২৫ বছর আগের ঘটনা, যেখানে কেউ আহত হয়নি, কারো গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। সেখানে মৃত্যুদণ্ড দিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা কাদের ওপর ভরসা করব?’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো অভিযোগ করেন,  খালেদা জিয়াকে জামিন না দিয়ে সরকার তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া উন্নয়নের নামে করের বোঝা চাপানো হয়েছে, বাড়ানো হয়েছে গ্যাসের দাম।

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বলেও অভিযোগ সেলিমা রহমানের।

http://www.anandalokfoundation.com/