13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৮ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে কাঁদছে ভারতের কৃষক

Biswajit Shil
November 13, 2019 9:54 am
Link Copied!

বাংলাদেশে পেঁয়াজের দাম যখন শতক পেরিয়ে গেছে তখন ভারতে মাত্র আট টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এত অল্প দামে পেঁয়াজ বিক্রি করে কেঁদেই ফেললেন মহারাষ্ট্রের এক কৃষক।

পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে কৃষকদের। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তারা।

আরো পড়ুন : বেনাপোল বন্দরে পেঁয়াজের কেজি ২১০ টাকা

টুইটারে সুনীল জানিয়েছেন, আহমেদনগরের এক কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কী ভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।

কৃষকরা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া অথচ আমাদের কাছে দাম নেই। এই দামে বিক্রি হলে আমরা  সংসার ই বা চালাবো কিভাবে আর চাষবাস ই বা করবো কিভাবে।

http://www.anandalokfoundation.com/