নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট পদে অন্যান্য দেশের ১৬ জন প্রার্থীদের মধ্যে আমাদের বাংলাদেশের তথা দক্ষিণপূর্ব এশিয়ার একমাত্র প্রার্থী হেলাল শেখ।
নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য সিটি হলে মূলস্রোত ধারায় আমাদের পক্ষে কথা বলা ও কাজ করার জন্য সিটির এই পাবলিক অ্যাডভোকেট নির্বাচন একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
সুযোগ্য প্রার্থী হেলাল শেখকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই সুযোগটি আমাদের বাংলাদেশিদের কাজে লাগানো উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা।
শুধু আমরা বাংলাদেশিরাই সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করলে হেলাল শেখকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো বলে মনে করেন তারা।
এসময় তারা নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত সব বাংলাদেশিদের আগামী ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোট কেন্দ্র গিয়ে হেলাল শেখকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশি কমিউনিটিকে আরও এগিয়ে নেয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন।
নিউ ইর্য়ক সিটির ব্রনস্ক, কুইন্স, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড ও ম্যানহাটন ভোটকেন্দ্রগুলো ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।