সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার লক্ষনদিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু। সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আবুল খায়ের বলেন, লক্ষনদিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাবিবুর রহমান লাভলু ও ওহিদুজ্জামান সাহেব প্রতিদ¦ন্দ্বীতা করেন। ম্যানেজিং কমিটির ৯টি ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন। ভোট গননা শেষে হাবিবুর রহমান লাভলু ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান সাহেব পান ৩ ভোট।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।