13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কামারখালীতে কৃষকলীগের আঞ্চলিক অফিস উদ্ভোধন ও কর্মী সমাবেশ

admin
July 4, 2018 10:34 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ  আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী আড়পাড়া এবং ডুমাইন ইউনিয়নে নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য কামারখালী পিয়াজহাটা কৃষকলীগের আঞ্চলিক অফিস উদ্ভোধন করেন নৌকার মাঝি এবং দলের প্রত্যাশা প্রার্থী সাবেক সংসদ সদস্য ফরিদপুর-১ আসন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ও তার সফরসঙ্গী।

পরে কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং মুজিবর রহমান এর সঞ্চালনায় মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে এবং আড়পাড়া, কামারখালী এবং ডুমাইন ইউনিয়নের কৃষকলীগের আয়োজনে কামারখালী বাজার পিয়াজহাটায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বিপুল, আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু। এছাড়া আরো বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, বীর মুক্তিয়োদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা, ডুমাইন ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী, আলফাডাঙ্গা, এবং বোয়ালমারী উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী এবং হাজারো ভক্ত বৃন্দ।

বক্তব্যে সকল কৃষকলীগের নেতারা দলের নৌকার মাঝি হিসেবে ফরিদপুর-১ আসনে কাজী সিরাজুল ইসলাম কে দেখতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী তোলেন তাদের কর্মী সমাবেশে। সবশেষে প্রধান অতিথি কৃষকলীগের পক্ষ থেকে প্রার্থী দাবী হিসাবে কর্মী সমাবেশে হাজারো জনতার উদ্দেশ্যে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষকলীগের নেতাকর্মীদের সক্রিয় ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই দলের মনোনয়ন দেবেন যিনি জনগনের সাথে সম্পৃক্ত রয়েছেন। পরে সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

http://www.anandalokfoundation.com/