কাজল দাসঃ ব্রাহ্মনবাড়িয়ার নাসির নগর থানাধীন খানদুরা গ্রামে তিন সন্তানের জননী হিন্দু মহিলা মেম্বার প্রণতী রানী দাস স্বামী সুনীল দাস (গ্রাম পুলিশের সদস্য) – কে বিভিন্ন সময়ে উত্যক্ত, মানসিক নির্যাতন, কু-প্রস্তাবে রাজী না হলে অপহরন, ধর্ষণ খুন সহ সপরিবারে প্রান নাশের হুমকি দিয়েছে….. একই ইউনিয়ন ৯ নং চাপারতল নাসিরনগর ইউপির অন্য মেম্বার কুখ্যাত কুদ্দুছ খান, পিতা – ইনসাফ খান।
এ ব্যাপারে নাসিরনগর থানায় অসহায় প্রণতী রানী দাস বাদী হয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে এজাহার দায়ের করলেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে জানা গেছে।
অভিযুক্ত আসামিকে অবিলম্বে গ্রেফতার করে অসহায় প্রণতী রানী দাস ও তার পরিবারকে দুর্বৃত্ব কুদ্দুস মেম্বারের রোষানল থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন এবং স্থানীয় নারী অধিকার সংগঠন ও সাংবাদিক ভাইদের এগিয়ে আসার জন্য আকুল মিনতি জানিয়েছেন বিপদগ্রস্থ প্রণতি ও তার পরিবার।