13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের বিচারের আইনের খসড়া মন্ত্রিপরিষদে : মন্ত্রী

admin
December 9, 2017 12:16 am
Link Copied!

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত মামলা উচ্চ আদালতে বিচারাধীন। আর দল হিসেবে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ বিচারের জন্য আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা আছে।’

এই খসড়া মন্ত্রিপরিষদের বৈঠকে পাস হওয়ার পরে সংসদে যাবে বলেও জানান আনিসুল হক।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সম্পর্কিত গেজেট আগামী সপ্তাহেই প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘শৃঙ্খলা বিধিমালা নিয়ে উচ্চ আদালতের সঙ্গে আর কোনো বিরোধ নেই। শৃঙ্খলা বিধিমালাটি প্রধানমন্ত্রীর কার্যালয় থকে গতকাল রাষ্ট্রপতির কার্যালয়ে চলে গেছে বলে আমি জানি। আমি আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকেই এই গেজেট প্রকাশিত হবে।’

এ ছাড়া ইতিহাস বিকৃতি আইন সম্পর্কিত খসড়া প্রস্তুতির পর্যায়ে রয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তারেক রহমান তো পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে আরো নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের ব্যাপারে তদন্ত করা যাঁদের দায়িত্ব তাঁরা তদন্ত করবেন।’

http://www.anandalokfoundation.com/