13yercelebration
ঢাকা

পলাতক আসামি যুবলীগ নেতাকে ভারতে রেখে দেশে ফিরলেন পিপি

admin
November 19, 2017 9:09 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক যুবলীগ নেতা ঠিকাদার আবদুল হান্নানকে ভারতে রেখে দেশে ফিরেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (আইন কর্মকর্তা) মিসবাহ উদ্দিন সিরাজ।

তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আবদুল হান্নান চৌধুরী জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল স্থলবন্দর দিয়ে মিসবাহ উদ্দিন সিরাজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ফিরলেও আবদুল হান্নান ও তার স্ত্রী-সন্তান আসেননি।

গত মঙ্গলবার সকালে দুর্নীতি মামলার আসামি হান্নানকে নিয়ে ভারত সফরে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার পিপি মিসবাহ উদ্দিন সিরাজ।

শুক্রবার বিকেলে তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর হাসিমুখে ফুল নিয়েছেন স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে। স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের আশীর্বাদপুষ্ট আবদুল হান্নান ঘুরে বেড়িয়েছেন প্রকাশ্যে।

মঙ্গলবার মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে ভারতের শিলংয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে সফরে যান আবদুল হান্নান। এরপরই তার ফেসবুক পেজে এ সফরের ছবি পোস্ট করেন হান্নান।

রাষ্ট্রের আইন কর্মকর্তা হয়েও পলাতক আসামি নিয়ে ভারত সফরে গিয়ে সমালোচনার মুখে পড়েন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ।

দেশে ফেরার পর শনিবার রাতে জাগো নিউজকে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি বিব্রতকর পরিস্থিতিতে আছি। একটি পক্ষ আমার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। যা সঠিক নয়।

তিনি বলেন, সম্প্রতি আমি স্বপরিবারে ভারত সফর করি। কিছু গণমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। ‘মিসবাহ সিরাজের সঙ্গে ভারতে সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলার আসামি শিরোনামে প্রকাশিত সংবাদ’ আমাকে মর্মাহত করেছে।

তিনি বলেন, কারণ আমি একজন রাজনীতিবীদ। পাশাপাশি একজন আইনজীবী। আমার সঙ্গে অনেকেই ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। কিন্তু কারও গায়েই অপরাধী বলে লিখা থাকে না। ছবি তোলার সময় আমি বলতেও পারি না কে অপরাধী আর কে ভালো।

এছাড়া আদালত রায় না দেয়া পর্যন্ত আমি কাউকে অপরাধী বলতেও পারি না। আমি বিচারক নই।

মিসবাহ সিরাজ বলেন, ওইদিন আমি স্বপরিবারে ভারতে যাই। বর্ডারে অনেকেই আমার সঙ্গে ছবি তুলেছেন। এতে আমার অপরাধ কোথায়? সামনে নির্বাচন-তাই একটি পক্ষ আমার জনপ্রিয়তায় নষ্টের জন্য গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য দিচ্ছে বলে আমি মনে করি।

উল্লেখ্য, এবার বোরো মৌসুমে মার্চের শেষ সপ্তাহ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানি হয়। জেলার ১৫৪টি হাওরের ফসল তলিয়ে যায়। এতে আবাদ হওয়া ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমির বোরো ধানের ৯০ ভাগ ফসল সম্পূর্ণ নষ্ট হয়। জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

ফসলহানির পরই ফসল রক্ষাবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মে অভিযোগ উঠলে দুদকের তদন্ত কমিটি প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ পায়। ২ জুলাই সুনামগঞ্জ সদর মডেল থানায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তা, বাঁধ নির্মাণকাজের ৪৬ জন ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযুক্ত ঠিকাদারদের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া ফরিদপুরের ঠিকাদার খন্দকার শাহীন আহমদ, টাঙ্গাইলের মো. আফজালুর রহমান, সুনামগঞ্জের সজীব রঞ্জন দাশ (সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি), সিলেটের ঠিকাদার আবদুল হান্নান (সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক) প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেফতার হচ্ছেন না। মামলা হওয়ার পর কাগজে-কলমে পলাতক ছিলেন আবদুল হান্নান।

http://www.anandalokfoundation.com/