14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোর নিষেধাজ্ঞা কার্যকর

Biswajit Shil
December 15, 2019 6:28 pm
Link Copied!

সচিবালয়ের চারপাশে অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোনো ধরনের হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। আজ রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর (রোববার) বাংলাদেশ সচিবালয়ের চারপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় যানবাহন হর্ন বাজালে সরকারের বিধিমালা অনুযায়ী জেল-জরিমানার কথা বলা হয়। যা ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে তা কার্যকরের বিষয়ে জানানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সহযোগিতা প্রদানের অনুরোধ করা হয়েছে।

তথ্যবিবরণীতে সচিবালয়ের চারপাশে অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোনো ধরনের হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/