ইয়েমেনজুড়ে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুক্রবার রাতে এসব হামলা চালানো হয়।
গোষ্ঠীটির অস্ত্রাগার, ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে হামলা করা হয়।
এদিন রাজধানী সানাসহ হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে আল-কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।
রয়টার্স বলছে, আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে।
তবে ব্রিটিশ সরকারের এক সূত্রের বরাতে ইয়েমেনের সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানায়, এই বিমান হামলার সঙ্গে ব্রিটেনের কোন সম্পৃক্ততা নেই।
হামাস-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত বছরের নভেম্বর থেকে তেল আবিব সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা।