ক্রীড়া ডেস্ক: চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু সম্প্রতি বড় দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। চেলসিকে ব্যর্থতার বৃত্ত থেকে টেনে তুলতে বরখাস্ত করা হয় পুর্তগিজ নাম্বারও ওয়ান কোচ হোসে মরিনহোকে। সুদিন ফেরাতে কিছুদিন আগে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় গাস হিডিঙ্ককে। কিন্তু এই ডাচ কোচের অধীনেও ছন্দে ফিরতে পারছে না ব্লুজরা।
লিগ শিরোপা ধরে রাখা তো দূরের কথা চেলসিকে এখন অবনমন এড়ানোর জন্য যুদ্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহে এভারটন এবং আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে চেলসি। তার আগে কোচ গাস হিডিঙ্কের আশঙ্কা, ওই দুটো ম্যাচ হেরে গেলে ফের অবনমনের আতঙ্কে পড়তে যাবে তার দল।
চলতি মৌসুমে লিগে ২১ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চৌদ্দতম অবস্থানে রয়েছে চেলসি। অবনমনের সবচেয়ে কাছে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে চেলসির পয়েন্ট পার্থক্য ছয়। সামনের ম্যাচে দুই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিকে। তাই চেলসি কোচের কপালে চিন্তার ভাজ।
তিনি বলেন, ‘আমি চেলসির দায়িত্ব নেওয়ার সময় টিম অবনমন থেকে মাত্র এক পয়েন্ট দূরে ছিল। এখন নিঃশ্বাস নেওয়ার কিছুটা জায়গা পাওয়া গেলেও সামনের দুটো ম্যাচই কঠিন। এভারটন আর আর্সেনাল ম্যাচে হারলে বাকিদের উপর ভরসা করে থাকতে হবে।’