14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা বার্তা

Brinda Chowdhury
January 1, 2020 2:06 pm
Link Copied!

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ  টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে শেখ হাসিনাকে টেলিফোন করে নরেন্দ্র মোদি এই শুভেচ্ছা জানিয়েছেন এসময় শুভেচ্ছা বিনিময় ছাড়াও প্রায় ১৫ মিনিট কথা বলেন দুই প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

বিশ্বের দেশে দেশে আনন্দ-উদ্দীপনা, উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। ২০১৯ সালকে বিদায় জানিয়ে আগামী ২৪ ঘণ্টায় একে একে ২০২০ সালকে বরণ করে নেবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।

এশিয়ার বিভিন্ন দেশ এবারও বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো ও চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজির আয়োজন করেছে।

http://www.anandalokfoundation.com/