14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাজী মশিউর রহমান ছিলেন নারী শিক্ষা আন্দোলনের অন্যতম অগ্রদুত

Biswajit Shil
December 5, 2019 9:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, দেশ নির্মানে যার অবদান রয়েছে, যে মানুষটিকে নিয়ে আজ আলোচনা করছি যৌবন বয়সে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যারা জীবন বাজী রেখে দুঃখী বাংলা নির্যাতিত নিপিড়ীত বাংলা সুজলা সুফলা সশ্য শ্যামল বাংলা প্রায় ১০৪০ বছর যে বাংলার গৌরব হারাতে বসেছিল সেই পরাধীন বাংলাকে মুক্ত করার অংশীদারিত্ব ছিল যাদের, তার মধ্যে হাজী  হাজী মশিউর রহমান একজন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন যুবকরা বিপথগামী হয়ে নির্যাতন লুন্ঠন অত্যাচার শুরু করল তখন হাজী মশিউর রহমান ছিল নারী শিক্ষা নিয়ে ব্যাস্ত। তনি বুঝেছিলেন নারীকে সমৃদ্ধ না করলে আর্থ সামাজিক উন্নয়ন দেশ উন্নয়ন সম্ভব নয়। কথাগুলো বললেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে হাজি মশিউর রহমানের এর স্মরনে প্রধান অতিথি হিসাবে মেয়র লিটন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার সময় মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তি যোদ্ধা হাজী মশিউর রহমানের স্মরনে শোক স্মরন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষিকা হাছিনারা বেগমের সভাপতিত্বে মেয়র লিটন বলেন, অর্থ জীবনকে অর্থ বহ করতে পারে না। জীবনকে অর্থ বহ করতে পার কাজ। আজ আমরা সেরকম একজন কাজের মানুষ সমাজের দুঃখী দরিদ্র মানুষকে নিয়ে ভাবনার মানুষ হাজী মশিয়ূর রহমানকে নিয়ে আলোচনা করছি। তিনি ছিলেন সর্বোশ্রদ্ধীয় সর্ব শক্তিমান একজন মানুষ। তিনি অত্যান্ত যতœ সহকারে মানুষের সাথে কথা বলতেন। কখনো কারো সাথে কোন রুঢ় আচারণ করতেন না। তিনি আমাদের বয়সের বড় হলেও ছিলেন বন্ধু। তিনি নানা সময়ে নানা বিষয়ে আমাদের উপদেশ নির্দেশ দিতেন। তিনি আমাকে ডেকে এই স্কুলের দায়িত্ব দিয়েছেলেন। সেই থেকে স্কুলের রেজাল্ট আর খারাপ হয়নি। শিক্ষদের সাথে আলোচানা করে আমরা কি ভাবে ফলাফল ভালো করা যাবে সে বিষয় আলোচনা করে আজ শার্শা উপজেলার শ্রেষ্ট স্কুলের মর্যদায় নিয়ে এসেছি এই ১০ টি বছরে।
প্রধান অতিথি আরো বলেন হাজী মশিউর রহমান ছিলেন একজন অপরিসীম শক্তিমান মানুষ। তার ভিতরে ছিল অসীম শক্তি, সাহস বিশ্বাস।ছিল নিজের কর্মের উপর বিশ্বাস। তাই তিনি প্রতিটি কাজে জয়ী হয়েছেন। আমরা হাজী মশিউর রহমানের এ উল্লেখযোগ্য দিক গুলি খ্যাতি হিসাবে গহন করতে পারি। এ সময় মেয়র লিটন স্কুলের ফান্ড থেকে যে সকল শিক্ষক ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত এবং যারা ১০০ থেকে ১৫০ টাকা পেতেন তাদের ২০২০ সালে ৫০০ ও ৩০০ টাকা করে দেওয়ার ঘোষনা দেন। সাথে সাথে তিনি ঘোষনা দেন যারা দরিদ্র টাকার অভাবে পড়তে পারছে না বেতন দিতে পারছে না। তারা একদম এই স্কুলে ফ্রি পড়বে। তাদের ২০২০ সাল থেকে ফ্রি পড়ার জন্য উন্মুক্ত ঘোষনা করেন। তিনি আরো বলেন হাজী মশিউরের সেহ্ন একমাত্র মেয়ে শাহিদা পারভিন সেতু, তিনি আজ দেশে খ্যাতি অর্জন করেছেন।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনারা খাতুন বলেন, সেই ১৯৭৮ সাল থেকে হাজী মশিউর রহমানকে আমি দেখে আসছি। এই বেনাপোলে অনেক হাজী আছে ধনাঢ্য ব্যাক্তি আছেন। কিন্তু হাজী মশিউর রহমানের মত আর একজনকে এই দির্ঘ সময় পর  পেয়েছি। তিনি হচ্ছেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। যিনি উন্নয়নের জন্য রাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান। জানিনা লিটনের মতো এরকম উন্নয়শীল আর কোন সন্তান কোনে মায়ের পেটে আছে কি না।
প্রধান বক্তা শার্শা উপজেলার সাবেক আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার আলী আনু বলেন , দেশ স্বাধীনের পর শার্শায় অনেক জায়গায় গার্লস স্কুল হয়েছে শুধু আমাদের বেনাপোল হয়নি। তখন হাজী মশিয়ূর রহমান বেনাপোলে নারী শিক্ষার পথিকৃৎ হিসাবে ১৯৭৮ সালে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আজ আমি মনে করি হাজী মশিউর রহমান বেনাপোলের সন্তান সুযোগ্য মেয়র আশরাফুল আলম লিটনকে সভাপতি দিয়ে সঠিক কাজ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল স্কুলের বিদ্যুৎশাহী ব্যক্তি বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার স্মৃতি চারণ করেন হাজী মশিউর রহমানের একমাত্র কন্যা শাহিদা পারভিন সেতু, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন, মুক্তিযোদ্ধা এসকে শহিদুল্লাহ, শামছুল হুদা, আবুল হোসেন, কওছার হোসেন, হানিফ কাজি, নজরূল ইসলাম বাবলুর রহমান স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, ছাত্রী শাহিদা খাতুন প্রমুখ।
http://www.anandalokfoundation.com/