14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের হত্যা মামলার আলামত উদ্ধারে গিয়ে ৫ পিবিআই সদস্য আহত

Brinda Chowdhury
January 9, 2020 6:01 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে এক হত্যা মামলার আলামত উদ্ধারে এসে আসামি পক্ষের হামলায় ৫ পিবিআই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর পেয়েই কালীগঞ্জ থানার ওসিসহ পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, মামলার তদন্তকারী পিবিআই পুলিশ কর্মকর্তা এস আই সোহেল হোসেন, এস আই হুমায়ন, এ এস আই হাফিজুর রহমান, আবু জাফর ও আব্দুল খালেক।

আহতদের মধ্যে এস আই সোহেল হোসেন ও এ এস আই হাফিজুর রহমানকে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারী মুশফিকুর রহমান ডাবলু ও তার ভাই মুশতাক আহম্মেদ লাভলু কে আটক করেছে। বুধবার রাত ১০ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরদিন বৃহস্পতিবার দুপুরে থানায় যোগাযোগ করা হলে পুলিশের উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন। এদিকে আসামী পক্ষের পরিবারের সদস্যদের ভাষ্য, একটি হত্যা মামলায় তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসানোর চেষ্টা করছে।

পিবিআই ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত ৩০ নভেম্বর কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাদ্রাসা ছাত্র আল-আমিন নিখোঁজের ৪ দিন পর তার গলাকাটা লাশ উদ্ধার হয়। এ ঘটনায় তার বাবা আব্দুর রাজ্জাক থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার পড়ে ঝিনাইদহ পিবিআই এর উপর। পিবিআই কিছুদিন আগে কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান ডাবলুর ছেলে সাব্বির ও আব্দুস সামাদ মিল্টনের ছেলে হৃদয় কে আটক করে এবং ২ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে আসামী সাব্বির হত্যাকান্ডের কথা স্বীকার করে হত্যায় ব্যবহৃত ছুরি একটি পুকুরে ও যে মোবাইল দিয়ে ম্যাসেজ দেয়া হয়েছিল সে মোবাইল তাদের বাড়িতে আছে বলে জানায়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এস আই সোহেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলামত উদ্ধারে বুধবার সকাল ১১ টায় আড়পাড়া গ্রামে আসামীদের দেয়া তথ্যমতে অভিযানে নামেন। তারা আসামীদের দেখিয়ে দেওয়া একটি পুকুরে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধারে ডুবুরি নামান। বুধবার দিনভর ডুবুরী নামিয়ে চেষ্টা করেও ছুরি উদ্ধারে কাজ করেন। কিন্তু সেখানে ছুরিটি না পেয়ে আসামীদের দেওয়া তথ্য মতে রাত সাড়ে ৯ টার দিকে এক আসামীর বাড়ি তল্লাশীতে যায়।

তারা ওই বাড়ী থেকে আলামত উদ্ধার শেষে গাড়ীতে উঠার সময়ে আসামি সাব্বিরের পিতা ডাবলু ও তার চাচা লাভলুর নেতৃত্বে ১০/১২ জন পিবিআই সদস্যদের ঘিরে হামলা চালায়। সে সময় তারা এসআই সোহেল হোসেনকে মারধর করে আটকে রাখে এবং হত্যাকাজে ব্যবহৃত আলামত ও মামলার ডকেটসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে যোগ করেন ঝিনাইদহ পিবিআইয়ের কর্মকর্তা। পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পিবিআই সদস্যদের উদ্ধার ও আসামীর পিতা ডাবলু ও তার ভাই লাভলু সহ ৫ জনকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে মামলাটি দায়ের করেন ঝিনাইদহ পিবিআইয়ের এসআই সোহেল রানা।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, মোস্তাক আহমেদ লাভলু, মুশফিকুর রহমান ডাবলু, রহিমা পারভীন, মোছাঃ পারভীনা আক্তার, মোঃ লাল্টু বিশ্বাস, আব্দুস সালাম মিল্টন, মোছাঃ রিনি বেগম, বাবুল হোসেন, জহুরুল ইসলাম, নাসিরুল বিশ্বাস , আলম বিশ্বাস , মোঃ শওকত আলী, মোঃ মোস্তফা বিশ্বাস , ইব্রাহীম খলীল লিটন, ইকবাল হোসেন খোকন, সালাম বিশ্বাস , সিরাজ বিশ্বাস ও অপু বিশ্বাস।

এদিকে আসামীর চাচা সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ স্বজনদের দাবী পিবিআই সদস্যরা তাদেরকে মারপিটসহ আলামত উদ্ধারের নামে গোটা পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানীর চেষ্টা চালিয়েছে।

http://www.anandalokfoundation.com/