14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন বাংলা মার্কেটের সাথী বিএনপি নেতা কাজলের চাঁদাবাজির শিকার

সুমন দত্ত
August 13, 2025 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মিরপুর-১ এর স্বাধীন বাংলা মার্কেটের আসল মালিককে ভাড়া তুলতে বাধা ও চাঁদাবাজির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শামসাদ আরা সাথী নামে এক নারী। তিনি নিজেকে মার্কেটের মালিক বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও চক্রান্ত করা হয়েছে বলে তিনি জানান।

সাথী বলেন, তিনি তার পিতার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির ক্ষমতায় মার্কেটের মালিক হয়েছেন। তিনি জানান ১৯৯০ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পুনর্বাসন প্রকল্পে ১৪ জন বরাদ্দ গ্রহীতা এই প্লটগুলো পান। এবং ১৯৯০ সালে এসব প্লটের নকশা অনুমোদন হয়। বরাদ্দের পর কিস্তির সব টাকা পরিশোধ করে দায়মুক্তি সনদ ও রেজিস্ট্রি সম্পাদন হয়।

২০০৬ সালে উক্ত বরাদ্দ প্রাপ্তরা আমার বাবা ও পরিবারের সদস্যদের নামে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন এবং বিক্রয়ের উদ্দেশে বায়না করেন এবং মূল কাগজ পত্র আমাদের কাছে হস্তান্তর করেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে পাওয়ার অ্যাকসেপ্ট করা হয়।

২০০৮ সালে আওয়ামী লীগ নেতা লিটু ও ওই সময়ের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর তিতুর চক্র অবৈধভাবে ১৪টি প্লট স্থাপনাসহ জোর করে দখল করে। তারা নিজেদের দখল টিকিয়ে রাখতে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলে পাঠায়।

২০২৪ সালে ৫ আগস্ট পট পরিবর্তনে আমরা মার্কেটের দখল স্থানীয়দের সহায়তায় ফিরে পাই। বর্তমানে পতিত আওয়ামীলীগের দোসর বিএনপির কিছু নেতাকে হাত করে আমার ও আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মার্কেটটি আত্মসাতের চেষ্টা করে যাচ্ছে। যার মধ্যে হুমায়ুন কবীর অন্যতম। এরা জাল জালিয়াতি করে মার্কেটের ভুয়া কাগজপত্র বানিয়ে পুরো মার্কেটটি লোপাট করার চেষ্টায় আছে। এরা আমাকে আওয়ামী লীগের লোক বলে প্রচার চালিয়ে যাচ্ছে।

এরা আমাকে ভয়ভীতি দেখিয়ে মার্কেটের দখল ছাড়তে বলছে।মার্কেটে ৩০০ দোকান আছে। এই পরিস্থিতিতে কেউ ভাড়া দিচ্ছে না। আর এতে লিটু বাহিনীর প্রভাব আছে। তাকে সহায়তা করছে রফিকুল ইসলাম কাজল।

আমাদের দাবি মার্কেটের আসল মালিকানা ও দখল রক্ষা করতে প্রশাসন সহায়তা করুক। হুমকি প্রদানকারীদের গ্রেফতার করা হোক। মার্কেটের সব ভাড়া আদায় নিশ্চিত হোক। যারা অবৈধ তাদের উচ্ছেদ চাই। গৃহায়ন কর্তৃপক্ষের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ও রাজনৈতিক দখলদারদের বিচার করা হোক। আমার পরিবারের জীবন রক্ষায় পুলিশ ব্যবস্থা নিক।

স্বাধীন বাংলা মার্কেটের বর্তমান সভাপতি বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাথী আমাকে নিয়ে ও আমাদের কারো কারো সম্পর্কে যেসব মন্তব্য করেছে তা মিথ্যা ও বানোয়াট। আমি এই মার্কেটের শুরু থেকেই আছি। আমি ৫ আগস্টের পর এই মার্কেট কে রক্ষা করেছি। কোথায় ছিল সাথী? সাথী নিজেই ভুয়া। তার সঙ্গে যেসব কাগজ আছে সেগুলো জাল। এভাবে তার বাবাও জাল জালিয়াতি করেছিল। এখন তার মেয়ে করছে। আমি সকলকে নিয়ে চলি। আমার এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সব রাজনৈতিক মতাদর্শের লোক আছে। কেউ বলতে পারবে না আমি চাঁদাবাজি করি। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করি।