13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে করোনায় আক্রান্ত লাখ ছাড়িয়ে যেতে পারে, রাজপরিবারেই দেড়শ

Rai Kishori
April 9, 2020 10:54 am
Link Copied!

মহামারী করোনাভাইরাসের প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে সৌদি আরবে। সৌদি আরবের রাজ পরিবারও করোনার ছোবল থেকে রক্ষা পায়নি। রাজ পরিবারের প্রায় দেড়শ’ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এ জন্য বিলাসবহুল হাসপাতালে ৫শ’টির মতো শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জানিয়েছে দি নিউইয়র্ক টাইমস।

দি নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে বিশ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নিজেদের পরিবার পরিজন নিয়ে সেখানে অবস্থান করছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রীর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে যারে।

সৌদি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তের দিক থেকে বিদেশি নাগরিকদের হার সৌদি নাগরিকদের তুলনায় বেশি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও।

দিন যতই যাচ্ছে সৌদিআরবে থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি, বেতন ভাতা সব কিছু বন্ধ থাকায় সামনের দিনগুলোতে কীভাবে চলবেন এ নিয়েও তাদের মাঝে রয়েছে এক ধরনের মানসিক অস্থিরতা। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরাও কারফিউর কারণে অবস্থান করছেন ঘরে।

খবরে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়েছেন। রয়েছেন রাজ পরিবারের ঘনিষ্ঠ দুজন সদস্য।

সৌদি রাজ পরিবারের বেশ কয়েকজন প্রিন্স সম্প্রতি যারা ইউরোপ ভ্রমণ করেছেন তারাও আক্রান্তের তালিকায় আছেন।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

http://www.anandalokfoundation.com/