সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেট বিভাগে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে সমাবেশ শেষে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জে রয়েছেন। আজ শুক্রবার সুনামগঞ্জে বেলা ১২ টায় সুনামগঞ্জে সমাবেশ শেষে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে শুক্রবার বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিবেন।
এদিকে সিলেটের সমাবেশকে শান্তিপুর্ন ও সফল করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে বৃহস্পতিবার রাত থেকে চলছে মঞ্চ নির্মাণের কাজ। পুরো বিষয়টি মনিটরিং করছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ। তিনি বৃহস্পতিবার গভীর রাতে জেলা ও মহানগরের বেশ কয়েকজন নেতৃবৃন্দ সাথে নিয়ে মঞ্চ নির্মানের কার্যক্রম সামনে থেকে পরিদর্শন করেন এবং কিছু দিকনির্দেশনা দেন।
এদিকে সমাবেশ নিয়ে ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ বলেন, আমরা আশা করছি সিলেটের সমাবেশে প্রত্যাশার চেয়েও বেশি লোকের উপস্থিতি থাকবে। কারণ সাধারণ মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে। ফলে নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের উৎসাহ আছে। বিশ্বাস, ভরসা ও নির্ভরতা নিয়েই তারা নতুন বাংলাদেশ বিনির্মানের দায়িত্ব এনসিপির উপর দিতে সর্বান্তকরণে প্রস্তুত রয়েছে। সিলেটের মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, এই সিলেটে শহীদ আবু তুরাবের রক্ত ঝড়েছে। এই রক্তের জবার দিতে চায় সিলেটের মানুষ।
এর আগে সিলেটে জুলাই পদযাত্রাকে সামনে রেখে মঙ্গলবার (২২ জুলাই) সিলেটে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনিসিপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি নগরীর আম্বরখানা থেকে সুবিদবাজার হয়ে রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বক্তব্যের মাধ্যমে এ পদযাত্রা শেষ হবে ।
সমাবেশে উপস্থিত থাকবেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও পদযাত্রায় অংশ নেবেন।