14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অপহৃতা হিন্দু ছাত্রী সুমী উদ্ধার

admin
November 17, 2016 8:04 pm
Link Copied!

সিলেট নগরীর বাগবাড়ী থেকে অপহৃতা হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ১০দিন পর সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মখলিছুর রহমান কামরানের অফিস থেকে নাটকীয়ভাবে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। মামলা দায়েরে দেড় মাস অতিবাহিত হলেও অপহরণকারীরা গ্রেফতার হয়নি । ভিকটিম উদ্ধারের দুই দিন আগে অপহরণকারী মো: কুতুব উদ্দিনের বড় ভাই মিটু মিয়াকে পুলিশ তার বাসা থেকে গ্রেফতার করলেও ভিকটিম উদ্ধারের পর পুলিশ প্রভাবশালী মহলের চাপে তাকে ছেড়ে দেয় ।

মামলা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চানঁভাগ গ্রাম, বর্তমান গ্রাম সিলেট নগরীর বাগবাড়ী প্রমুক্তা/৫৮ নং বাসার মৃত মনোরঞ্জন করের মেয়ে পিডিবি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সুমি রাণী কর (১৬) গত ৩ অক্টোবর সোমবার বিকাল ৩ টায় কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে নিউনেশন স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় পৌছাঁ মাত্র বিশ্বনাথ উপজেলার ধরারাই গ্রামের বর্তমান ঠিকানা বাগবাড়ী প্রমুক্ত/৬৯ নং বাসার ভাড়াটিয়া মন্তাজ আলির ছেলে মোহাম্মদ কুতুব উদ্দিন (২৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন জোর পূর্বক একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায় । রাতে অপহৃতা ভিকটিমের মা স্বপ্না রাণী কর (৪২) ঘটনাটি জানার সাথে সাথে অপহরণকারী কুতুব উদ্দিনের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিলে সে বলে ভিকটিম তার হেফাজতে আছে এবং মামলা মোকাদ্দমা না করার জন্য হুমকি দেয় ।

ঘটনার ৪ দিন পর ভিকটিমের মা স্বপ্না রাণী কর বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, মামলা নং ০৯/৩০৫, তাং- ০৭/১০/২০১৬ ইং । ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ অপহরণ ও তৎকর্মে সহায়তা করার অপরাধ ।  মামলা আসামী করা হয়েছে বিশ্বনাথ উপজেলার ধরারাই গ্রাম, বর্তমান গ্রাম বাগবাড়ি প্রমুক্তা/৬৯ এর ভাড়াটিয়া মন্তাজ আলীর ছেলে মো: কুতুব উদ্দিন সহ অজ্ঞাতনামা ২/৩ জন ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঞ্জন চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান আসামীর বড় ভাই মিটু মিয়াকে আটক করে ভিকটিমকে উদ্ধার করেছি । ১৩ অক্টোবর সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক হরিদাস কুমারের আদালতের খাসকামরায় ভিকটিমের ২২ ধারায় জবানবন্ধি নেয়া হয় । ওই দিন আদালতের নির্দেশে ভিকটিমের মেডিকেল পরীক্ষা জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিতে ভর্তি করে ১৫ অক্টোবর মেডিকেল পরীক্ষা শেষে বাগবাড়ীর নিরাপত্তা হেফাজতে রাখা হয় । অপহরণকারী মো: কুতুব উদ্দিনকে গ্রেফতারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে ।

হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) সিলেট বিভাগীয় চ্যাপ্টারের সভাপতি, “লাভ জিহাদ”  বিশেষজ্ঞ রাকেশ রায় আমাদের প্রতিনিধিকে জানান, সিলেট একটি প্রবাসী অধ্যূসিত নগরী, এখানে লাভ জিহাদের কর্মীরা খুবই সক্রিয় রয়েছে । ভূয়া ফেসবুক আইডি খুলে, মোবাইলে রং নাম্বারে পরিচয় ধর্ম এবং নাম গোপন করে ভালো চাকরি সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে সংখ্যালঘু স্কুল কলেজে পড়ূয়া মেয়েদের লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা হচ্ছে । বিচারহীনতার সংস্কুতির এবং প্রতিনিয়ত পুলিশ ও প্রশাসনের গাফিলাতি থেকে মনে হয় ধর্মীয় কারণে আসামী গ্রেফতার করতে পুলিশ আগ্রহ প্রকাশ করছে না ।

 

http://www.anandalokfoundation.com/