13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের আব্দুস সাত্তার স্কুলে জাতীয় শোক দিবস পালিত

admin
August 16, 2015 4:38 pm
Link Copied!

শাফী চৌধুরীঃ জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত   ও জাতিয় শোক দিবস উপলক্ষে হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কমসূচি পালন করা হয়।

সকালে ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকার উপস্থিতিতে এক শোক র্যা লি বিদ্যালয় প্রাঙ্গণ অতিক্রম করে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল মালিক সাহেবের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম.সি এর সভাপতি জনাব মোঃ ফয়ছল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম.সি এর সদস্য সব জনাব নেওয়াজ উদ্দিন আহমদ, হাজী শফিকুর রহমান, হাজী মঈন উদ্দিন, মো: ইকবাল, মো: ফজলুর করিম (ফুল মিয়া) ও পারুল বেগম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো: ফারুক আহমদ, শিক্ষক জনাব জ্যোর্তিময় চৌধুরী, রথীন্দ্র কুমার নাগ, সমীরণ তালুকদার, আব্দুস শুকুর, জনাব এস.কে.এম বদরুল হুদা, রাসেন্দ্র নারায়ণ তালুকদার, রুহিতাশ্ব তালুকদার, মুহাম্মদ জাকারিয়া, মো: তানভীর আহমদ, মো: শামিম আহমদ, এহছানুল হক, মরিয়ম জেসমিন, তৃপ্তি শোভানাথ, রীপা চক্রবর্ত্তী, আল্পনা তালুকদার, ও হাবিবুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহমান খোরাসানী সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক ছাত্র/ছাত্রীদের কে শোক দিবসের প্রত্যক্ষ ও পরোক্ষ ষড়যন্ত্রের কথা উল্লেখপূবক ঘাতকদের বিচার প্রক্রিয়ায় সন্তুষ প্রকাশ করেন এবং বঙ্গঁবন্ধুর অসমাপ্ত কার্যাবলী সম্পনের জন্য ছাত্র/ছাত্রীদেরকে উদ্বুদ্ব করেন। পাশাপাশি বঙ্গঁবন্ধুর জীবনি পাঠের জন্য পরামশ প্রদান করেন। অত্রসাথে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে বঙ্গঁবন্ধুর সোনার বাংলা গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে উৎসাহিত করেন। সবশেষে ১৫ই আগষ্ঠের শহীদদের রুহের মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ জাকারিয়া।

http://www.anandalokfoundation.com/