আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে, সালথা উপজেলার মাঝারদিয়া ও যদুনন্দী ইউনিয়নের কর্মহীন চা বিক্রেতাদের মাঝে ৩য় পর্যায়ে ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) খাদ্য সামগ্রী বিতরণ করেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
এসময় উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মিজানুর রহমান, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া প্রমুখ।
উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহারা সকল চা বিক্রেতার মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবন বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে জানা গেছে।