সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ বিষয়ক সচেতনাতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দ্রব্যমূল্য অতিরিক্ত দামে বিক্রি করা যাবে না। প্রতিটি দোকানে পণ্যর মুল্যে তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে। কোন প্রকার ভেজাল পন্য বিক্রি করা যাবে না। কোন অসাধু ব্যবসায়ী অনিয়ম করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।