13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত, চাষীদের মাথায় হাত

admin
April 8, 2018 6:42 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
৩দিনের ভারী বর্ষনে ফরিদপুরের সালথায় শত শত হেক্টর পিঁয়াজের জমি পানির নিচে তলি গেছে। দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

জানা যায়, দেশের ৬৪টি জেলার মধ্যে ফরিদপুরের সালথা উপজেলা পিঁয়াজের জন্য বিখ্যাত। এবার এই উপজেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে পিঁয়াজের চাষ করা হয়েছিলো। পিয়াজ উত্তোলনের সময় গত ৩দিনের ভারী বর্ষনে ৪এর এক অংশ ক্ষেতের পিয়াজ উত্তোলনের আগেই পানির নিচে তলিয়ে গেছে। জীবিকা নির্বাহের জন্য পানির নিচে থাকা পিয়াজ উত্তোলন করছে কৃষকরা।

উপজেলার বিভিন্ন কৃষক রবিবার এ প্রতিবেদককে বলেন, এবার পিয়াজের ফলন তেমন ভাল হয়নি। আবার ৩দিনের এই বৃষ্টিতে অনেক পিয়াজের ক্ষেত পানির নিচে আছে। পানির নিচে থাকা পিয়াজ উত্তোলন করে ঘরে মজুদ রাখা সম্ভব নয়। কিছু কিছু ক্ষেতের পিয়াজ উত্তোলনও করতে পারবো না। সব মিলিয়ে এবছর আমাদের লোকসান হবে ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, আগের বছরের চেয়ে এবছর পিঁয়াজের চাষ কিছু বেশি হয়েছিলো। কিন্তু প্রাকৃতিক বৃষ্টির কারণে যে সব পিয়াজ তলিয়ে গেছে, সে সব জমির পিয়াজ সংরক্ষন ও গুনাগুন কম হবে।

http://www.anandalokfoundation.com/