14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় আ’লীগের দুই গ্রুপের ফের সংঘর্ষে আহত-৩০, পুলিশের ১২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫১টি টিয়ারসেল নিক্ষেপ!

admin
September 24, 2018 10:36 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের সৃষ্টি হয়। সোমবার বিকাল ৪ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫১টি টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় উভয় গ্রুপের ৩০ ব্যাক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কাগদি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট চাওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনের সমর্থকদের সাথে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আফছার উদ্দীনের সমর্থকদের সোমবার সকাল ১১ টার দিকে হট্টগোল বাধে। এঘটনা নিয়ে আফছার উদ্দীনের সমর্থকরা কাগদি বাজারে গিয়াস উদ্দীনের সমর্থকদের কয়েকটি দোকান-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

এঘটনাকে কেন্দ্র করে বিকাল আনুমানিক ৪টার দিকে মুরাটিয়া, হরেরকান্দী, কাগদি, স্বজনকান্দা ও নওপাড়াসহ কয়েকটি গ্রামের দুই গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ১২-১৪ টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে সংঘর্ষকারীরা।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে শর্টগানের ১২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫১টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় ৩ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৩০ ব্যাক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, ফের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১২৫ রাউন্ড রাবার বুলেট ও ৫১ টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

http://www.anandalokfoundation.com/