14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

অরাজনৈতিক সংগঠন আমেনা-রশিদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন এর উদ্দেগে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার নটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সরকারী রাজেদ্র বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মিত্র, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
কম্বল বিতরণকালে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, আমরা কোন রাজনীতির সাথে জড়িত নই। রাজনীতির বাইরে থেকে মানুষের সেবা করার চেষ্টা করি। এলাকার মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
http://www.anandalokfoundation.com/