14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার মে 8, 2025
আজকের সর্বশেষ সবখবর

ছয় দফা দাবিতে সারা দেশে রেল অবরোধের কর্মসূচি সাময়িক স্থগিত

ডেস্ক
April 17, 2025 9:36 am
Link Copied!

ছয় দফা দাবিতে সারা দেশে রেল অবরোধের কর্মসূচি সাময়িক স্থগিত করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র প্রতিনিধিরা। এই বৈঠক চলাকালীন সময়ে রেল অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। বৈঠকের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টা তাদের অনুরোধ করেছেন, তার সঙ্গে বৈঠক না করে যেন আর রাজপথে কর্মসূচি পালন করা না হয়। এ জন্য পূর্বঘোষণা অনুযায়ী আজকের রেলপথ অবরোধ কর্মসূচি আপাতত শিথিল করা হয়েছে।

বেলা ১১টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব। সেই পর্যন্ত কর্মসূচি শিথিল করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে আন্দোলনরত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় ঢাকার সাতরাস্তা এলাকায় সংবাদ সম্মেলন করে জানায়, বৃহস্পতিবার সারাদেশে রেল অবরোধ কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দাবিতে গতকাল ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলার প্রধান সড়ক-মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

http://www.anandalokfoundation.com/