14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সাংসদ পঞ্চগড়-২ এর মোজাহার হোসেন আর নেই

admin
October 4, 2016 5:43 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির সাবেক সংসদ সদস্য  পঞ্চগড়-২ ও পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোজাহার হোসেন আর নেই।

৩ অক্টোবর (সোমবার) রাত ১০টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোজাহার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

৭২ বছর বয়সী বিএনপির এই নেতার মৃত্যুর আগে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মোজাহার হোসেন পঞ্চগড় জেলার ২নং (বোদা ও দেবীগঞ্জ) নির্বাচনী আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার জানাজার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তাঁর মৃত্যুতে এলাকায় গভির শোক নেমে এসেছে।

http://www.anandalokfoundation.com/