নিউজ ডেক্স: মোহাম্মদ সোয়েব ২০২০ সালের এ সি সি এ, সাফল্যের সাথে পাশ করে পরিবার ও এলাকার সবার মুখ উজ্জল করছেন।
তিনি একনাবিন চাটার্ড একাউন্ট্যান্স ফার্ম থেকে সি এ ফার্মে বাস্তবিক ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করছেন। মোহাম্মদ সোয়েবের বাড়ী বরিশাল বাটাজোড় ইউনিয়নের চন্দ্রহার গ্রামে। তার পিতা সোহরাব উদ্দিন সরদার ছিলেন, জেলা রেজিস্টার। মোহাম্মদ সোয়েবের মাতা সৈয়দা হোসনেয়ারা বেগম( আলেয়া) ছিলেন, গৌরনদী কলেজের সাবেক শিক্ষিকা। মোহাম্মদ সোয়েব ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার বাবার চাকুরীর সুবাদে ছোট বেলা থেকেই ঢাকায় থাকে। মোহাম্মদ সোয়েব ২০০৬ সালে খিলগাঁও সরকারী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়ে সাফল্যের সাথে পাশ করে মেধা তালিকায় উত্তীর্ণ হয়।
তিনি ২০০৮ সালে ঢাকা সিটি কলেজ থেকে সাফল্যের সাথে পাশ করে, উচ্চ শিক্ষার জন্য মালেশিয়া সানওয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হন।সেখানে এ সি সি এ নিয়ে পড়াশুনা করেন, এরপরে বাংলাদেশে এসে বাকী সাবজেক্ট সাফল্যের সাথে পাশ করেন। মোহাম্মদ সোয়েবের সার্বিক সাফল্যে বন্ধু – বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী সবাই আনন্দিত । তিনি আগামীতে ক্যানাডার সি পি এ করার ইচ্ছা পোষন করেছেন।বাকী পড়াশুনা শেষ করে, দেশের সেবা ও মানব কল্যানে বিশেষ অবদান রাখবেন। এই জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।