সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাসে ড. সা’দত হুসাইন এর নাম স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ আমলাকে হারালো।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ড. সাদত হুসাইন (৭৩) বুধবার রাত আনুমানিক ১০:৪৯ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ড. সা’দত মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন।