13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সার্টিফিকেট ছিড়ে শিক্ষার্থীদের মানববন্ধন

Link Copied!

সরকারি চাকরির আবেদনের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ বছর ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ (৩২ পাতা) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সার্টিফিকেট ছিড়েছে শিক্ষার্থীরা।

সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির সভাপতি ইকরামুল কবিরেরে সভাপতিত্বে বক্তব্য রাখেন ৩৫ বাস্তবায়ন কমিটি বিভাগীয় সভাপতি আবুল খায়ের।

এসময় আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ কুমার রায়, সাতক্ষীরা জেলা ৩৫ বাস্তবায়ন কমিটির সদস্য কামাল হোসেনসহ আরো অনেকে।

এসময় মানববন্ধন বক্তারা বলেন,চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য সুপারিশ করলেও কিন্তু তা এখনো বাস্তবায়ন করা হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহার ২০১৮ এর পাতা ৩২ এবং ‘শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি প্যারাতে’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে, উল্লেখ্য তা এখনো বাস্তবায়ন হয়নি। মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষার্থীরা তাদের প্রতীকী সার্টিফিকেট ছিঁড়ে  শিক্ষার্থীরা।

http://www.anandalokfoundation.com/