14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার প্রয়াত কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

Biswajit Shil
December 5, 2019 7:08 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহ-সভাপতি সাইফুল্লাহ লস্করের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার নেতৃবৃন্দ তার কবর জিয়ারতসহ পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্টের তালা শাখার সভাপতি আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক মোঃ আসাদুর রহমান, যশোর জেলা কৃষক সংগ্রাম সমিতির দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক রঘুনাথ খাঁ, আমীর হোসেন, শাহজাহান গাজী, আবু তালেব, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক কল্যান ব্যাণার্জি প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ সাইফুল্লাহ লস্করের হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই ও সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এরপর বিকেল তিনটার তালা উপজেলার সদরের ডাকবাংলো চত্বরে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি এক অলোচনা সভার আয়োজন করে।

উল্লেখ্য,২০১০ সালে সন্ত্রাসীদের হাতে নিহত হন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহ-সভাপতি সাইফুল্লাহ লস্কর।

http://www.anandalokfoundation.com/