দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দেশব্যাপী সাংবাদিক নির্যাতন,মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন ও ফটো জার্নালিষ্ট এ্যসোসিয়েশন এ কর্মসুচি পালন করে ।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা হেনস্তার স্বীকার হয়েছে ।তদন্ত কমিটি গঠনের মাধ্যমে জড়িতদের বিচারের আওয়তায় এনে সাংবাদিক রোজিনা ইসলামের উপর আনিত মিথ্য মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান ।
উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,সাংবাদিক ইউনিয়নের আহবায়ক গোলাম নবী দুলালসহ বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।