বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ সফর ঘিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য টুইস্ট (অতিরঞ্জিত) করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন সম্পর্ক আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা লিখেছেন- ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। সবাই আমার বক্তব্য টুইস্ট করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাতটি থেকে সরকার ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে। এ জন্য এখানে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে হবে।
কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বাড়িঘরসহ স্থাপনা পুনর্নির্মাণে শ্রমিক লাগলে দিতে পারব বলেছি। তাদের এ খাতে লোকবল রয়েছে। এরপরও তিনি বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক মাইস্লাম রাজেশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব, গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী প্রমুখ।