14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সবকিছুতেই প্রতিযোগিতা কিন্তু সুস্থ্য প্রতিযোগিতার বড় অভাব -ইউএনও ভুপালী

Link Copied!

যশোরের ঝিকরগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মধ্যে থেকে একটা র‌্যালী বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদের এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। আমরা সবকিছুতেই প্রতিযোগিতা করছি কিন্তু আমাদের সুস্থ্য প্রতিযোগিতার বড় অভাব। একমাত্র খোলাধুলার মাধ্যমে সুস্থ্য প্রতিযোগিতা শুরু করা যায়। সুস্থ্য প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের মেধা বিকাশ করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নান্নু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা তথ্য আপা রেকসোনা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য ও মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, সদস্য মহাসিন আলম, সাংবাদিক সেলিম হোসেন রনি, উপজেলা পরিষদের সিএ ইমদাদুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, উপজেলা ছাত্র সমন্বয়কের সদস্য সচিব আখি খাতুন সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান।

http://www.anandalokfoundation.com/