দশম জাতীয় সংসদের পাঁচ বছরে সরকারের যতটা না সাফল্য ছিল, তাঁর ঢের বেশি সাফল্য অর্জিত হয়েছে একাদশ জাতীয় সংসদ কার্যক্রমের এই সময়ে। বিদায়ী বছরে ১৯টি বিল পাস হয়েছে, যা আশাজাগানিয়া। প্রতিটি বিলই আলোচনার দাবি না রাখলেও আলোচনা ব্যতিরেখে একটি বিলও পাস হয়নি। এটা বর্তমান সরকারের সাফল্যেরই দৃষ্টান্ত।
একইভাবে প্রশংসিত হয়েছে টানা তৃতীয় মেয়াদে নারী স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করা ড. শিরীন শারমিন চৌধুরীর। কারণ তার যোগ্য নেতৃত্বে সরকার ও বিরোধী দল এবং বিএনপির এমপিরা বিলের ওপরে সংশোধনী এনে সরব আলোচনার মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে রেখেছেন। দশম জাতীয় সংসদে একটি বিল পাস হতে সর্বোচ্চ পাঁচ
মিনিট সময় ব্যয় হয়নি। এবার সেখানে একটি বিলের কার্যক্রম শেষ করতে সময় লেগেছে আধাঘণ্টার বেশি। সংসদ কার্যকর থাকার এটাও একটা ইতিবাচক দিক বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
শুধু সংসদ নয়, এ সফলতার সমান ভাগিদার বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও। কারণ একাদশ জাতীয় সংসদের প্রত্যেকটি বিলে সরকারি দলের এমপি শহীদুজ্জামান সরকার, বিরোধী দলের ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র সংসদ রুস্তুম আলী ফরাজী এবং সংসদে বিরোধী দলের দাবিদার বিএনপির হারুনুর রশীদ এবং রুমিন ফারহানা অংশ নিয়ে সংসদকে প্রান্তবন্ত রেখেছেন। বলা হয়, সংসদ কার্যকর থাকলে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। এটাও সরকার ও সংসদের একটা ইতিবাচক দিক।
আবার জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি দলের সদস্য সাবের হোসেন চৌধুরী সংসদে নোটিস দিয়ে আলোচনায় উঠে আসেন। সরকারি দলের মন্ত্রীর অনুরোধে তিনি নোটিস প্রত্যাহার করা থেকে নিজেকে বিরত রাখেননি। এটাও সরকার ও সংসদের জন্য চ্যালেঞ্জ হলেও সংসদের অভিভাবক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ পরিচালনায় পক্ষপাতিত্ব করেন না ওই আলোচনার সুযোগ রাখাও তার একটা ভালো লক্ষণ। পরে নোটিস কণ্ঠভোটে নাকচ হয়।
এছাড়া পয়েন্ট অব অর্ডারে সময়ে সময়ে সরব আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে সরকারের জন্য বিব্রতকর হলেও স্পিকার আলোচনার সুযোগ রেখে নিজের উদারতার পরিচয় দিয়েছেন। বিগত দিনে সরকারের বিরুদ্ধে সমালোচনায় বিরোধী দলের এমপিদের সুযোগ কম ছিল। সেখানে সরকারি দলের এমপি, বিরোধী দল কিংবা স্বতন্ত্র অথবা সংসদে প্রতিনিধিত্ব করছে অন্যদলের এমপিদের নিরবিচ্ছিন্ন আলোচনার সুযোগ পেয়েছে একাদশ জাতীয় সংসদের এমপিরা। একাদশ জাতীয় সংসদে সবাই সরকারের নেতিবাচক কর্মকান্ডের ওপরে বক্তব্য রেখেছে সংসদে যা নজিরবিহীন ঘটনা। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও ক্যাসিনো কান্ড ছিল উল্লেখ্যযোগ্য।
আর জাতীয় পার্টির প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা এরশাদবিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে ঝড় উঠে। এর প্রভাব সংসদেও দেখা যায়। সরকারি দলের সিনিয়র সদস্যরা আলোচনায় অংশ নেওয়াটা স্বাভাবিক হলেও জাতীয় পার্টির এমপিদের নিজ দলীয় এমপির বিরুদ্ধে গিয়ে সংসদে বক্তব্য রাখার ঘটনাটি বিরল।
তবে সংসদের একবছরে সরকারের এবং সংসদের জন্য নেতিবাচক দিকটি হলো বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে প্রতিফলন না ঘটা। কারণ সরকারে বিরোধী দলের ভূমিকা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। কিন্তু সংসদে জাতীয় পার্টির ভূমিকা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বাংলাদেশে ব্যাহত হচ্ছে। দশম সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নেওয়ায় জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। এবার বিএনপি নির্বাচনে এলেও বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো আসন না পাওয়ায় প্রধান বিরোধী দলের আসনটি এবারও জাতীয় পার্টিই পায়। গত সংসদে জাতীয় পার্টি সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল। এবার অবশ্য তারা সরকারে নেই। অনেকেই মনে করেছিলেন, এ দলের একাধিক এমপি গত সরকারের মন্ত্রিসভায় থাকায় বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছিলেন। পার্টির তৎকালীন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ছিলেন। সব মিলিয়ে জাতীয় পার্টি সরকারের পোষ্য বিরোধী দলে পরিণত হয়েছিল।
সেদিক থেকে বিএনপির স্বল্প সংখ্যক আসন নিয়ে গুটিকয়েক সদস্য সংসদে যোগ দিলেও তাদের তীর্ষক বাক্যবাণে নাজেহাল হতে হয়েছে সরকারি দলকে। যদিও সিংহভাগ আসন দখল করে রাখা ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপিদের হই হুল্লোড় আর চিৎকার চেঁচামিচেতে বেশিক্ষণ বাণ নিক্ষেপ করা সম্ভব হয়নি বিএনপি এমপিদের। এদিকে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার সরকারের সহযোগী না থাকলেও সংসদে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি। দলটির গুটিকয়েক এমপি কয়েকটি ইস্যুতে বিরোধিতা করলেও কার্যত দলীয়ভাবে আগেরবারের মতোই সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে ভিন্ন ধারার বিরোধিতা বজায় রেখেছে।