বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের শালতলা এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা হাসপাতালে তাকে দেখতে যান।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়িতে ফেরার সময় অদিতির ওপর হামলা হয়।
অদিতি বড়াল ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্ট্যাডিজ থেকে এলএলবি সম্পন্ন করে এলএলএমে অধ্যায়নরত আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অদিতি বড়াল সাংবাদিকদের বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নারীদের সমাবেশ ছিল। সেই অনুষ্ঠানে আমি মা হেপী বড়ালের সঙ্গে যাই। অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি মাকে বলে শালতলার বাড়ির উদ্দেশে রওনা হই। বিদ্যালয় থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালে অপরিচিত এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ায়। আমি নারী সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে কি না, তা জানতে চায়। আমি হ্যাঁ-সূচক জবাব দিতেই তিনি ছুরি বের করে আমার পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।’
কেন তার ওপর হামলা হলো তা জানতে চাইলে তিনি বলেন, ‘২০০০ সালের ২০ আগস্ট আমার বাবা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কালিদাস বড়ালকে প্রকাশ্য দিবালোকে শহরের সাধনার মোড়ে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ২০১৩ সালে সেই হত্যাকারীদের আদালত সাজা দিয়েছে। ওই দণ্ডপ্রাপ্ত আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন। প্রায় আট মাস আগে আমার বাড়িতে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালিয়েছিল। ওই সময়ে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়। পুলিশ ওই সময়ে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করেনি বলে তারা আবারো আমার ওপর হামলা চালিয়েছে। আগে আমি পিতৃহারা হয়েছি। মা আমাদের তিনবোনকে আগলে রেখেছেন। এখন আর মাহারা হতে চাই না। তাই আমি আমার পরিবারকে নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
নারী সংসদ সদস্য হেপী বড়াল সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী কালিদাস বড়ালের হত্যাকারীদের বিচার হওয়ায় আসামিরা ক্ষুব্দ। তারা আমাদের সবসময় হত্যার পরিকল্পনা করে আসছে। আমার স্বামীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি সংসদ সদস্য হওয়ায় দলের অনেকেই তা ভালোভাবে নিতে পারেনি। এ কারণেও আমার মেয়ের ওপর হামলা হয়ে থাকতে পারে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীন।’
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, অদিতির পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, হামলাকারীকে চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। কারা কেন এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।