14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘শয়তানের সাথে তর্কে লিপ্ত হবেন না, সে জিতবেই’

admin
December 14, 2017 3:53 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাথলিক খ্রিষ্ট্রানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, শয়তান কোনো কল্পিত চরিত্র নয়, বরং এটি একটি সত্যিকারের সত্ত্বা এবং মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। ভ্যাটিকানে এক টেলিভিশন ভাষণে পোপ আরও বলেন, শয়তানের মধ্যে ক্ষতিকর অনেক ক্ষমতা রয়েছে। সে কোনো ধোঁয়ার কুণ্ডলি নয়। বাস্তবে শয়তান একটি সত্ত্বা।

পোপ বলেন, ‘আমি নিশ্চিত হয়ে বলছি কারো কখনো উচিত না শয়তানের সাথে আলাপ বা তর্কে জড়ানো। যদি জড়ান, তাহলে আপনি শেষ হয়ে গেলেন। সে আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। এবং আপনাকে উল্টে দেয়ার ক্ষমতা রাখে। শয়তান সব সময় ভদ্রতার ভেক ধরে, এবং এভাবে আপনার মনে জায়গা করে নেয়। যদি আমরা সময় মতো বুঝতে না পারি যে, শয়তান আমাদের মধ্যে প্রবেশ করেছে, তাহলে পরিণতি খুবই ভয়াবহ হয়।’