14rh-year-thenewse
ঢাকা আজ রবিবার জুলাই 27, 2025
আজকের সর্বশেষ সবখবর

কচাকাটায় কেরাণীগঞ্জ ফেরত ৬২ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

Rai Kishori
April 14, 2020 8:33 pm
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনি: ঢাকার কেরানীগঞ্জ থেকে কুড়িগ্রামের কচাকাটা থানায় আসা ৬২ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন।
১৪ এপ্রিল সকালে কুড়িগ্রাম ধরলার পাড়ে ট্রাকে করে আসার সময় পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ পাহাড়ায় নাগেশ্বরী থানা ও ভূরুঙ্গামারী হয়ে কচাকাটা থানায় আনা হয়।
পরে তাদেরকে কচাকাটা উচ্চ বিদ্যালয় ভবনে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়।
এ সময় কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, সার্কেল শওকত আলী উপস্থিত ছিলেন। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা কচাকাটা থানার কেদার এবং কচাকাটা ইউনিয়নের বাসিন্দা। এদের মাঝে তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছে।
ভুরুঙ্গামারী-কচাকাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শওকত আলী জানান, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগীতায় কেরানীগঞ্জ ফেরত ৬২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেন না এদের মাঝে যদি কারও শরীরে করোনাভাইরাস থাকে তাহলে তার মাধ্যমে গ্রামাঞ্চলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এজন্যই তাদেরকে বিদ্যালয় ভবনে ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/